চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরের ৬৩ বাসিন্দাকে ঢাকায় যাওয়ার পথে বাস থেকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১টার দিকে সীতাকুণ্ড পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঢাকায় যাওয়ার পথে দুটি বাস থেকে তাদের আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের ও প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা মামলার আসামি। তাই যাচাই-বাচাই করে যারা আসামি তাদের আদালতে তোলা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সলিমপুর এলাকার এক বাসিন্দা নিউজবাংলাকে বলেন, ‘মূলত ঢাকায় প্রেস ক্লাবে নিজেদের ভূমি রক্ষায় একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। চারটি বাসে করে কিছু বাসিন্দা ঢাকায় যাচ্ছিলেন। এর মধ্যে দুটি বাসের সবাইকে পুলিশ আটক করে নিয়ে গেছে। রাতে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।’
গত বৃহস্পতিবার র্যাব ক্যাম্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে গেলে প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
অবশ্য গ্রামের লোকজনের দাবি, তাদের ৩০ জন গুলিবিদ্ধ হয়েছে।
বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত ৩০ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সলিমপুরের বাসিন্দারা। দীর্ঘ ৬ ঘণ্টা অবরোধের পর ওইদিন বিকেল ৫টার দিকে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।
পরের দিন পুলিশের উপর হামলা ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে চার শ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ।