বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রক্তাক্ত মরদেহ পড়ে ছিল রাস্তার পাশে

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৫৫

নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন সবজি বিক্রেতা; ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। শনিবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে সবজি কিনতে ভ্যানগাড়িতে নিমসার বাজারের দিকে যান। এরপর আর বাড়ি ফেরেননি।

কুমিল্লার বুড়িচংয়ে রাস্তার পাশ থেকে সবজি বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া এলাকা থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মনির হোসেন। তার বাড়ি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।

এসব নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।

নিহতের মা রেহেনা বেগম জানান, মনির হোসেন সবজি বিক্রেতা; ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। শনিবার সন্ধ্যায় মায়ের কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে সবজি কিনতে ভ্যানগাড়িতে নিমসার বাজারের দিকে যান। এরপর আর বাড়ি ফেরেননি। রোববার সকালে ছেলের মৃত্যুর খবর পেয়ে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহিদ হাসান জানান, মরদেহের মাথায় একাধিক ধারালো অস্ত্রের আঘাত আছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে রোববার সন্ধ্যায়।

এ বিভাগের আরো খবর