জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ক্যাম্পাসে মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দাবিতে মানববন্ধন শেষে মিছিল করে তারা। তারা নতুন ক্যাম্পাসের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা, জরিপের মাধ্যমে নতুন ক্যাম্পাসের জন্য নির্ধারিত পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করার দাবিও তোলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ শেষ করা হোক। আর কতদিন আমাদের এভাবে অবহেলায় রাখা হবে?
একজন বক্তা বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আমরা কেন অবহেলিত থাকব। আজকে চার বছরে এসে আমাদের দাবি নিয়ে দাঁড়াতে হচ্ছে, কেন দাবি কিংবা আন্দোলন ছাড়া কোনো কাজ কি করা যায় না?’
২০১৮ সালের ৯ অক্টোবর কেরানীগঞ্জের তেঘরিয়ায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য ২০১৮ সালে ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু টাকা প্রাপ্তি পর তিন বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি ভূমি অধিগ্রহণের কাজ।
তিন বছরে বরাদ্দকৃত ২০০ একর জমির মধ্যে অধিগ্রহণ করা হয়েছে ১৮৮.৬০ একর।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে প্রশাসন। কাজের অগ্রগতির জন্য প্রয়োজনে যদি সেনাবাহিনীকেও কাজ দেয়া যায়, সেটাও জানানো হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক নিউজবাংলাকে বলেন, ‘এটার একটা সুনির্দিষ্ট নিয়ম আছে। কাজ তো নিয়মের মধ্য থেকে করতে হয়। আমরা নিয়মের মধ্যে থেকে কাজ করব।’