বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পৌনে ২ ঘণ্টায় নিয়ন্ত্রণে যাত্রাবাড়ীর রেস্তোরাঁর আগুন

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৩১

আনোয়ার ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় পৌনে দুই ঘণ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে আরবেন রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট রোববার সকাল ৮টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তর যাত্রাবাড়ীর ৯০/২ নম্বরের আরবেন রেস্তোরাঁয় আগুনের খবর পাওয়া যায় সকাল ৬টা ৭ মিনিটে। এরপর ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায় সোয়া ৬টার দিকে।

আনোয়ার ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় পৌনে দুই ঘণ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনের সূত্রপাত কীভাবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আগুন নেভানো শেষে ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, এটা চার তলা ভবন এবং কঞ্জাস্টেড চাইনিজ রেস্টুরেন্ট। ভবনটি সরু এবং অনেক লম্বা। এই ভবনের প্রত্যেক তলায় আগুন ছড়িয়ে পড়েছিল।

তিনি বলেন, এই রেস্টুরেন্টের পাশে যে ট্রান্সফরমার ছিল সেটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর হোটেলে শর্টসার্কিট হয়। এভাবেই আগুনের সূত্রপাত। কোনো হতাহতের ঘটনা পাইনি।

এ বিভাগের আরো খবর