পচা মাংস খাওয়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্য সূর্যসেন হলে একটি দোকান বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় দোকানের খিচুড়ির হাঁড়ি ফেলে দেয়া এবং এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। যে দোকানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটি তসলিমের দোকান নামে পরিচিত। এই তসলিম মিয়াজী হলের নিরাপত্তা প্রহরী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হলের দ্বিতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী তসলিমের দোকানে খেতে বসেন। খিচুড়ির সঙ্গে সরবরাহ করা মাংস পচা মনে হলে শুরুতে এই দুই শিক্ষার্থী প্রতিবাদ করেন। এ সময় দোকানের কর্মচারীরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে আশপাশে থাকা শিক্ষার্থীরা একজোট হয়ে প্রতিবাদ করেন এবং দোকানে থাকা খিচুড়ির হাঁড়ি উপুড় করে মাটিতে ফেলে দেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকজন কর্মচারীকে চড়-থাপ্পড় দেন।
পরে হলের হাউস টিউটর গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
তবে পচা মাংস সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিক তসলিম মিয়াজী। তিনি বলেন, ‘পচা মাংস খাওয়ানোর প্রশ্নই ওঠে না।’
এই বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া বলেন, সবার সঙ্গে বসে কথা বলে ঘটনা মীমাংসার চেষ্টা করছি।’
পঁচা মাংস সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো খাওয়ানো হয়েছে। তবে আমার হাউস টিউটররা যখন সেখানে গেছেন তখন তারা এ রকম কিছু পাননি।