চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুয়ার বারৈয়ারা গ্রামের ২৮ বছর বয়সী ওয়াজ উদ্দিন ও তার স্ত্রী সাবিকুন নাহার।
বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ইব্রাহিম খলিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বারৈয়ারা গ্রামের ওয়াজ উদ্দিন তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন নাহারকে নিয়ে সাচার বাজারে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে হাটমুড়া এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হন।
কচুয়া থানার ওসি বলেন, ‘ট্রাক ও সিএনজি থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। স্বামী-স্ত্রীর মরদেহ চাঁদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’