বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সারের দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯

কৃষকদের অভিযোগ, ধানগাছ বড় হয়ে যাচ্ছে, কিন্তু জমিতে সার দিতে পারছেন না। সার কিনতে গেলে ডিলাররা বলেন নেই। এমন পরিস্থিতিতে ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এতে বাধ্য হয়ে ইউরিয়া সারের দাবিতে বিক্ষোভে নেমেছেন।

রংপুরে পীরগঞ্জে ইউরিয়া সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা।

উপজেলার রামনাথপুর ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কে শনিবার সকাল ৯টা থেকে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শত শত কৃষক। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘সারের জন্য তারা সড়ক অবরোধ করছেন। আমরা সড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি।’

কৃষকদের অভিযোগ, ধানের জমিতে সার দেয়ার সময় হলেও তারা চাহিদামতো সার পাচ্ছেন না। সার কিনতে গেলে ডিলাররা বলেন, সার নেই। এমন পরিস্থিতিতে ধানের আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। এতে বাধ্য হয়ে ইউরিয়া সারের দাবিতে বিক্ষোভে নেমেছেন।

রামনাথপুরের এক কৃষক নিউজবাংলাকে বলেন, ‘ধানের গাছ বড় হয়ে যাচ্ছে, কিন্তু ইউরিয়া সার দিতে পারোছি (পারছি) না। সার না দিলে আবাদ হবে না। এমনিতে এবার অনেক খরচ বাড়োছে। সময়মতো সার না দিলে সোউক টাকা শ্যাষ হবে। আবাদের কিছু হবে না।

‘আমরা সার কিনতে গেলে দোকানিরা বলে সার নাই। দুই-আড়াই হাজার টাকায়ও বস্তা পাও যাওছে না। জমিতে সার না দিলে ধান কেংকা করি হবে, এত কষ্ট করি ধান লাগাইছি, সে ধান চোখের সামনে নষ্ট হতে দিবে না।’

নাম প্রকাশ না করার শর্তে আরেক কৃষক বলেন, ‘এমনিতে বৃষ্টি নাই। শ্যালোমেশিন দিয়ে পানি দিতেছি, সেখানে অনেক খরচ। কিন্তু ইউরিয়া সার দিতে না পারলে ধানের গাছ হলুদ হওছে। গাছ নষ্ট হওছে। বাজারে ঘুরে কোথাও সার পাওছি না। এই জন্য আজ রাস্তাত নামছি।’

স্থানীয় মাহমুদ বলেন, ‘মূলত কৃষি বিভাগের তদারকির কারণে পীরগঞ্জে ইউরিয়া সার সংকট। পর্যাপ্ত সার মজুত আছে, এমন কথা মুখে বললেও কৃষকরা সার পাওছে না। এ জন্য ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নামছে।’

পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘পীরগঞ্জে পর্যাপ্ত ইউরিয়া সার আছে। কোন সংকট নাই।’

তাহলে কৃষক সার পাচ্ছে না কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ মজুত করে সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর