সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর সাত বছর বয়সী মেয়েশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের ঝুপড়িতে শুক্রবার রাতে পড়ে ছিল মরদেহের বস্তাটি।
নিহত শিশুর নাম সাম্মী আক্তার। সে উপজেলার ভরন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। তার বাড়ি জকিগঞ্জ সদর ইউপির মানিকপুর গ্রামে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় লোকজন কেছরী গ্রামের ঝুপড়িতে বস্তার মধ্যে লাশটি দেখে পুলিশে জানায়। পুলিশ মরদেহটি থানায় এনে সাম্মীর বাবা আজমল হোসেনকে খবর দেয়। তিনি এসে মরদেহ শনাক্ত করেন।
আজমল জানান, রোববার বিকেলে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটের ছাউনির দিকে যায় সাম্মী। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। এলাকায় মাইকিং করেও কোনো খোঁজ মেলেনি। রাতেই তিনি জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
পাঁচ দিন পর মেয়ের লাশ পেলেন তিনি।
ওসি মোশাররফ বলেন, ‘লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে কাজ চলছে।’