পাবনাসহ সারা দেশে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার ঘটনায় একটি চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এক সপ্তাহ ধরে ভোলা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান শেষে তাদের আটক এবং আদালতের মাধ্যমে রিমান্ডে নেয়া হয়।
পাবনা পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শুক্রবার এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার দোহাকালা গ্রামের মাসুদ করিম, বড় পাঙ্গাসী মধ্যপাড়া গ্রামের আরিফুল ইসলাম, উল্লাপাড়া পশ্চিম পাড়ার মো.আরিফ, চর আঙ্গুরু গ্রামের শরিফুল ইসলাম, প্রামাণিক পাড়া গ্রামের মাসুদ রানা, ভোলা জেলার দুলারহাট থানার নুরাবাদ গ্রামের মো. হোসেন।
পুলিশ আকবর আলী মুন্সী জানান, গত ২৫ আগস্ট পাবনার জনতা ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে শরিফুল ইসলাম ৮ লাখ টাকা উত্তোলন করে বাড়ির দিকে রওনা হয়। পথে ঢাকা-পাবনা মহাসড়কে নান্দিয়ারা কবরস্থানের সামনে একটি সাদা মাইক্রোবাস শরিফুলকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে মাইক্রোবাসে তুলে নেয়। পরে, চোখ ও হাত পা বেঁধে নগদ টাকা ছিনিয়ে নিয়ে আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরদিন ২৬ আগস্ট শরিফুল আমিনপুর থানায় বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের সূত্র ধরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে টানা এক সপ্তাহ তদন্ত করে আন্তজেলা ডাকাত চক্রের সন্ধান পায় পুলিশ। কয়েক দফা অভিযানে ভোলা, সিরাজগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পুলিশের সিগন্যাল লাইটসহ বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ১৬৪ ধারায় স্বীকোরোক্তি দিয়েছে বলেও জানান পুলিশ সুপার।