ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কিশোরীকে অপহরণের পর ভুয়া বিয়ে ও ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
১৯ বছর বয়সী গ্রেপ্তার ওই যুবকের নাম মো. জুনায়েদ হোসেন। তিনি উপজেলার মগটুলা ইউনিয়নের বাসিন্দা।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার মধ্যরাতে জেলার নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘জুনায়েদ তার প্রতিবেশী ১৩ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে গেছে এমন অভিযোগে গত ৬ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করে ওই কিশোরীর পরিবার।
‘পরে বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকা থেকে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।’
জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়ার পর ময়মনসিংহের আদালত প্রাঙ্গণে ভুয়া এফিডেভিটের মাধ্যমে প্রতারণামূলকভাবে বিয়ে করে জুনায়েদ। পরে মেয়েটিকে ঢাকায় নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘বিয়ের কাগজপত্র যাচাই করে সবকিছু ভুয়া প্রমাণিত হয়েছে। এ ছাড়া জুনায়েদ অপহরণের ঘটনার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’