বরিশাল নগরীতে রূপালী ব্যাংকের বাজার রোড শাখায় চেকের মাধ্যমে ১০ হাজার টাকা তুলতে যান বৃদ্ধ মানিক বিশ্বাস। ব্যাংক তাকে দিয়ে দেয় ১ লাখ টাকা। বাসায় গিয়ে টাকা গুনে বিষয়টি বুঝতে পেরে বাড়তি টাকা আবার ব্যাংকে গিয়ে ফেরত দেন তিনি।
এ ঘটনা বৃহস্পতিবার দুপুরের। সততার পরিচয় দিয়ে এলাকায় প্রশংসিত হচ্ছেন মানিক।
রূপালী ব্যাংক বাজার রোড শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সামিনা আক্তার ঘটনাটি নিশ্চিত করেছেন।
মানিক মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি দিনমজুর, থাকেন নগরীর ৬ নম্বর ওয়ার্ডের শিশুপার্ক কলোনিতে।
নিউজবাংলাকে তিনি জানান, ব্যাংকে গিয়ে ১০ হাজার টাকার চেক দেন। সেখানে থাকা জাকিয়া পারভিন নামে এক কর্মকর্তা তার হাতে টাকা তুলে দেন। তাড়া থাকায় তিনি সেখানে টাকা না গুনে বাসায় চলে যান। এরপর দেখেন ৫০০ টাকার দুটি বান্ডিলে ১ লাখ টাকা দেয়া হয়েছে।
মানিক বিশ্বাস বলেন, ‘আমি বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানাই। তিনি আমাকে নিয়ে আবার ব্যাংকে যান। বাকি ৯০ হাজার টাকা ফেরত দিই।’
ব্যাংকের ওই শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সামিনা জানান, কর্মকর্তার ভুলেই ১০ হাজারের বদলে ১ লাখ টাকা দেয়া হয়েছিল। ৯০ হাজার টাকা ফেরত দিয়ে মানিক সততার পরিচয় দিয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মকর্তার ভুলের বিষয়টি খতিয়ে দেখা হবে।
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘আমার বাসায় এসে মানিক সবকিছু বলেন ও টাকা ফেরত দিতে চান। পরে আমিই তাকে নিয়ে যাই ব্যাংকে।’