বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামিনে বেরিয়ে বাদীকে হত্যার হুমকি

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২২ ২১:৩২

জামিনে মুক্তি পেয়ে একটি হত্যা মামলার ১৯ আসামি হুমকি দিচ্ছেন বাদীকে। প্রাণনাশের হুমকি পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদী ওবায়দুল ইসলাম।

জামালপুরের মেলান্দহে জামিনে মুক্তি পেয়ে একটি হত্যা মামলার ১৯ আসামি হুমকি দিচ্ছেন বাদীকে। প্রাণনাশের হুমকি পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদী ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ থানায় তিনি জিডি করেন।

ওবায়দুল ইসলাম জানান, জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের তেলীপাড়া গ্রামে তাদের বাড়ি। জমিসংক্রান্ত বিরোধে ২০২০ সালে তার ছোট ভাই শফিউল আলম মুছাকে হত্যা করে প্রতিপক্ষরা। পরে তিনি বাদী হয়ে ২৬ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।

ওবায়দুল নিউজবাংলাকে বলেন, ‘মামলার আসামিদের মধ্যে আলাল, রফিক, শাহজাহান, জাহাঙ্গীর, সালামসহ ১৯ জন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তারা এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। রাজি না হওয়ায় তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছেন।’

জিডি ও হুমকির বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। কয়েকজন মোবাইল ফোন রিসিভ করলেও কথা বলতে রাজি হননি। প্রশ্ন শুনেই লাইন কেটে দেন তারা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘বাদীকে হুমকি দেয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর