হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে জানাজা শেষে সমাহিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা হয়। পরে বিকেলে মিরপুরের কালশী কবরস্থানে তাকে দাফন করা হয় বলে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছে।
গত বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ৮২ বছর বয়সে মারা যান বিচারপতি আমিরুল।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম রেজাউল করিম অংশ নেন।
আরও ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল।
বিপুলসংখ্যক আইনজীবীও জানাজায় অংশ নেন।
জানাজা শেষে বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মরদেহে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্ম নেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ ডিগ্রি করার দুই বছর পর একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ল ডিগ্রি অর্জন করেন। পরের বছর ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
১৯৭২ সালে সৈয়দ আমিরুল ইসলাম লন্ডনের 'লিং কনস ইন' থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেন।
১৯৯৪ সালের ১৪ ফেব্রুয়ারি সৈয়দ আমিরুল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। ১৯৯৬ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৭ সালের ১২ জানুয়ারি অবসরে যান তিনি।