নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষককে আটক করেছে পুলিশ।
উপজেলার নাওটানা এলাকার চাতুলিয়া হাওরে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ৩৫ বছরের মোশারফ মিয়ার বাড়ি খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামে।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার দুপুরে মোশারফ ওই ছাত্রীকে নিয়ে নৌকায় নাওটানা এলাকার চাতুলিয়া হাওরে নিয়ে ধর্ষণ করেন। পরে আবার একই নৌকায় ফিরে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। ফিরে মেয়েটি মাকে সব জানালে স্থানীয়রা মোশারফকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে ওই কৃষককে আটক করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নেয়া হবে।