ডেঙ্গুতে এক দিনে পাঁচজন মৃত্যুর খবরের পরদিনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত কারণে অসময়ে বৃষ্টিপাত হলেও এলাকায় ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
বুধবার ১০ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ বিপণিবিতানের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মেয়র বলেন, ‘গতকালের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আমাদের রোগীর সংখ্যা ৪০, যা এ পর্যন্ত এই মৌসুমে সর্বোচ্চ। পুরো মৌসুমে আমরা কাজ করে রোগীর সংখ্যা ৩০, ২৫, ২০, ১৫ জনের কাতারে রাখতে সক্ষম হয়েছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে শেষ পর্যায়ে এসে একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা মনে করি দক্ষিণ সিটিতে ডেঙ্গু এখনও পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা জানেন যে ২০১৯ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব যে রকম আকার ধারণ করেছিল এবার সেই পর্যায়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন। আমরা এ জন্য প্রথম থেকেই আগাম প্রস্তুতি নিয়েছি। যে জরিপগুলোর ফলাফল এসেছিল সেগুলোর ওপর ভিত্তি করে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি। গত দুই মাসব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করে এডিস মশার উৎসগুলো ধ্বংসের মাধ্যমে আমরা প্রত্যেক দিন দিনব্যাপী ব্যাপক কার্যক্রম নিয়েছি। যার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে এডিস মশার বিস্তার থেকে মুক্তি দিতে পেরেছি।’
আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কে আর হকার বসতে না দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। তাপস বলেন, ‘আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আমরা একটি নতুন পদক্ষেপে যাচ্ছি, নতুন কার্যক্রমে যাচ্ছি। যেমন আমরা ১০ তলা মার্কেটে তাদের পুনর্বাসন করব, তার সঙ্গে আগামী সপ্তাহ থেকে নির্দিষ্ট সড়ক আমরা চিহ্নিত করব। কেবল অতিগুরুত্বপূর্ণ সড়কগুলো লাল চিহ্নিত করা হবে।
‘হলুদ ও সবুজ চিহ্নিতও করা হবে। লাল চিহ্নিত এলাকার সড়কে হাঁটার পথে আমরা আর হকার বসতে দেব না। আগামী সপ্তাহ থেকে আমরা লাল চিহ্নিত অতি গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার সরানোর অভিযান শুরু করব।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১০তলা বিপণিবিতানের নির্মাণকাজ হকারদের প্রতীক্ষা পূরণের আশাবাদ জানিয়ে তাপস বলেন, ‘এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। দীর্ঘদিন এটা করা হয়নি। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে এটার কাজ শুরু করতে পেরেছি। আমরা আশা করব দুই বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।’
এ ছাড়া মেয়র মুগদাপাড়া কমিউনিটি সেন্টার, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসংলগ্ন নিমতলী মোড়ে সড়ক সম্প্রসারণ এবং বুড়িগঙ্গা আদি চ্যানেলে চলমান খনন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, করপোরেশনের সচিব আকরামুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।