নিহতের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। কীভাবে তিনি মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানান ওসি।
মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মরদেহটি পাওয়া গেছে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, বুদ্ধিজীবী কবরস্থানের ভেতর জঙ্গলের মধ্যে লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।
নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। কীভাবে তিনি মারা গেছেন তা জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানান ওসি।