বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুফতি হান্নানকে ছিনিয়ে নেয়ার মামলায় আসামির জামিনে ‘না’

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৯

হান্নানকে ২০১৭ সালের ৫ মার্চ বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়। সেদিন এই জঙ্গি নেতাসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা হামলা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে মোস্তাফা কামালকে গ্রেপ্তার এবং অগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করা করা হয়।

পাঁচ বছর আগে টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় গ্রেপ্তার মিনহাজুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তার আবেদন ফেরত দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হাসিনা জাহান হাজারী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।

পরে এমরান আহমেদ জানান, ‘আদালত আসামিকে জামিন দেয়নি। তার আবেদন ফেরত দিয়েছে।’

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের অংশগ্রহণ ছিল বলে আদালতে দেয়া জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন। তবে এই মামলায় সাজা ঘোষণার আগেই তাকে ফাঁসিতে ঝোলানো হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিলেটে শাহজালাল (র.)-এর মাজারে বোমা হামলায় বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দড়িতে ঝোলেন হান্নান।

হান্নানকে ২০১৭ সালের ৫ মার্চ বিকেলে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়। সেদিন এই জঙ্গি নেতাসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা হামলা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে মোস্তাফা কামালকে গ্রেপ্তার এবং অগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও চাপাতি উদ্ধার করা করা হয়।

এ ঘটনায় করা মামলায় মিনহাজকে মাধবদী থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৫টি গুলি উদ্ধার করা হয়।

মিনহাজুল নরসিংদীর মনোহরদী উপজেলার কাটিকাটা উত্তর এলাকার বাসিন্দা।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসমিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাজিরার জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ওইদিন সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়।

হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুরে ফিরিয়ে আনার পথে হামলা হলেও ভ্যানেও বোমা লাগেনি। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আসামিদের নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিরাপদে ফিরে আসে সেটি।

ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মোস্তফা কামালকে। তিনি নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

সে রাতে টঙ্গী থানার উপপরিদর্শক অজয় কুমার চক্রবর্তী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে মোস্তফা কামালের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করা হয়। পরে তার দেয়া তথ্যে ধরা হয় মিনহাজকে।

এ বিভাগের আরো খবর