শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৪০ বছরের বকুল মিয়া ওই একই গ্রামের বাসিন্দা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাতে তিনি জানান, রাতে বাড়ির পাশে অটোরিকশা চার্জ দিতে যান বকুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। তার স্ত্রী খোঁজ নিতে গিয়ে দেখেন তার স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছেন।
পরে তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন বকুলকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি এমদাদুল বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে।’