বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চকিত চাহনিতে যুবকের সব হারানোর অভিযোগ

  •    
  • ৬ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৪

রাজিব নামের ওই যুবক অভিযোগে জানান, মাহির বাসায় তাকে চড় ও কিল মেরে সঙ্গে থাকা ৫ হাজার ৭০০ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেলের সব কাগজ ছিনিয়ে নেন পাঁচ যুবক। একই সঙ্গে তারা মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল বিক্রির স্টাম্পে স্বাক্ষর নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা দামের মোটরসাইকেলটিও নিয়ে যান।

ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এক নারীর চোখের চাহনিতে প্রতারকচক্রের কাছে সর্বস্ব হারানোর অভিযোগ করেছেন রাজিব মজুমদার নামের এক যুবক।

ফেনী শহরের নাজির রোডে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ করেছেন ৩৫ বছর বয়সী রাজিব।

এ যুবকের বাড়ি ফেনী সদরের দেবীপুর গ্রামে। অভিযোগে রাজিব জানান, দুই সপ্তাহ আগে বাসে চট্টগ্রামে যাওয়ার পথে তার চোখ পড়ে মাহি নামের এক তরুণীর দিকে। পরে পরিচিত হয়ে দুজন মোবাইল নম্বর আদান-প্রদান করেন।

অভিযোগে রাজিব উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে ফোন করে ফেনী শহরের নাজির রোডের বাসায় ডাকেন মাহি। তিনি মোটরসাইকেল নিয়ে মাহির বাসায় যান। এর কিছুক্ষণ পরই বিদ্যুৎ চলে যায়। ওই সময় পরিকল্পনা অনুযায়ী মাহির সহযোগী পাঁচ যুবক বাসায় প্রবেশ করেন। তারা মাহির সঙ্গে রাজীবকে ঘনিষ্ঠ ছবি ও ভিডিওতে পোজ দিতে বাধ্য করেন।

রাজিব অভিযোগে জানান, মাহির বাসায় তাকে চড় ও কিল মেরে সঙ্গে থাকা ৫ হাজার ৭০০ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেলের সব কাগজ ছিনিয়ে নেন পাঁচ যুবক। একই সঙ্গে তারা মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল বিক্রির স্টাম্পে সই নিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা দামের মোটরসাইকেলটি নিয়ে যান।

এ যুবক আরও জানান, বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা এনে দিতেও বলে প্রতারক চক্র। পরে শহরের নিহা মেডিক্যাল সেন্টার থেকে তার (রাজিব) বন্ধু আজাদকে ফোন করে বিকাশে ১০ হাজার টাকা নিয়ে নেয় প্রতারক চক্র। বিকাল পৌনে ৪টায় রাজিবকে ছেড়ে দেয়া হয়।

মুক্ত হয়ে রাজিব মজুমদার ফেনী মডেল থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর