নাটোরের লালপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গৌরিপুরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে উপজেলা বিএনপি। সমাবেশে যোগ দেয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ আসতে থাকে। পালিদহ এলাকায় একটি মিছিলে পুলিশ বাধা দিলে দুপক্ষে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং কয়েক রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। এ সময় আব্দুল মজিদ ও আমির হোসেন নামে বিএনপির দুই কর্মী আহত হন।
জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালপুর উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ ছিল মঙ্গলবার। এই কর্মসূচি পালনে পুলিশের অনুমতিও নেয়া হয়েছিল। কিন্তু সমাবেশে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার পথে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ছোড়ে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্বনির্ধারিত একটি প্রোগাম ছিল। তারা মিছিল থেকে হঠাৎ করেই পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’