আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের পুত্র সায়াম-উর-রহমানের ১১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এতে ক্ষমতাসীন দলটির বিভিন্ন পর্যায়ের বিপুল নেতাকর্মী অংশ নেন।
রাজধানীর মোহাম্মদপুর রিংরোডে সূচনা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বাদ আসর সায়ামের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই দোয়া ও মিলাদে অংশ নেন। উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপদেষ্টা পরিষদ সদস্য খন্দকার গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও মির্জা আজম।
আরও উপস্থিত ছিলেন- আফজালুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, পানিসম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।
জাহাঙ্গীর কবির নানক উপস্থিত সবার কাছে তার প্রয়াত সন্তানের জন্য দোয়া চান।
প্রসঙ্গত, সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন।