চট্টগ্রামে দুর্নীতির অভিযোগে করা দুদকের মামলায় মেসার্স রক প্রপার্টিজের চেয়ারম্যান কামরুন নাহার পলিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলার আরেক আসামি পলির স্বামী ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের (কেজিডিএসএল) সাবেক উপমহাব্যবস্থাপক আনিছ উদ্দিন আহমেদকে অসুস্থতার কারণে জামিন দেয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুননেছা সোমবার দুপুরে পলি ও আনিছের জামিন শুনানি শেষে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মাহমুদুল হক।
তিনি বলেন, ‘অর্থ আত্মসাৎ ও সন্দেহজনক লেনদেন এবং সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুটি মামলা ছিল। এতদিন তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। কিন্তু ৩০ আগস্ট আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দিলে মঙ্গলবার তারা এসে জামিন আবেদন করেন।
‘আদালত কামরুন নাহারের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে আনিছ উদ্দিনের শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দিয়েছেন বিচারক।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ এসব মামলা করা হয়েছিল বলেও জানান এই কর্মকর্তা।