অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে মেহেদি হাসান সানি ও মহিউদ্দীন অপুকে নিয়ে তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
অব্যাহতি পাওয়ার কারণ সম্পর্কে জানতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। নিউজবাংলার পরিচয় দিয়ে এসএমএস দিলেও সাড়া মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের সাবেক এক সিনিয়র নেতা নিউজবাংলাকে বলেন, ‘বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে সদ্য ঘোষিত কয়েকটি ইউনিটের কমিটি গঠনে তার বিরুদ্ধে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে।
‘বয়স কম, পদ বড়। এ জন্য বড় পদের ভার সে (হুমায়ুন কবির) বহন করতে পারেনি। আমরা শুরু থেকেই বুঝতে পেরেছিলাম হয়তো টিকবে না বেশি দিন। এখন তাই হলো।’