বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে স্বাগত জানালেন মোদি

  •    
  • ৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গেলে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় দুই সরকারপ্রধান করমর্দন করেন। পরে প্রধানমন্ত্রী লালগালিচায় হেঁটে মঞ্চে ওঠেন। ওই সময় ভারতীয় সামরিক বাহিনীর চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়।

ভারত সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেয়া হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

স্থানীয় সময় সকাল ৯টার পর গার্ড অফ অনার পান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গেলে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সময় দুই সরকারপ্রধান করমর্দন করেন।

পরে প্রধানমন্ত্রী লালগালিচায় হেঁটে মঞ্চে ওঠেন। সে সময় ভারতীয় সামরিক বাহিনীর চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়।

প্রধানমন্ত্রী গালগালিচা ধরে কিছুক্ষণ হাঁটেন। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার মন্ত্রিসভার সদস্যদের নরেন্দ্র মোদির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

পরে প্রধানমন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। নরেন্দ্র মোদির সঙ্গে কার্যকর আলোচনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শুরুতে ইংরেজিতে কথা বলার পর হিন্দি এবং বাংলায় কথা বলেন শেখ হাসিনা। তিনি বাংলায় বলেন, ‘আমি ভারতবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‌দুই দেশের মানুষের মধ্যে কানেকটিভিটি বাড়াতে ও দারিদ্র্য কমাতে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও ভারত।

ওই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের সরকারপ্রধান।

বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে মোদির সঙ্গে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা। পরে মোদির সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে গাড়িতে ওঠে পড়েন তিনি। সফরসূচি অনুযায়ী পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী রাজঘাটে যান মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে।

এ বিভাগের আরো খবর