ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির অন্যতম শীর্ষ ব্যবসায়ী গৌতম আদানি। প্রধানমন্ত্রীর প্রশংসার পাশাপাশি আসন্ন ডিসেম্বরেই গোড্ডা বিদ্যুৎকেন্দ্র চালুর প্রত্যাশা করেছেন তিনি।
নয়াদিল্লিতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ওই বৈঠক হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এতে বলা হয়, গৌতম আদানি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং তার অনুপ্রেরণাদায়ক এবং অত্যাশ্চর্য সাহসী দৃষ্টিভঙ্গির জন্য তার প্রশংসা করেছেন।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের আওতায় বাংলাদেশে সঞ্চালন লাইনের কাজ শেষ করার বিষয়ে আশা প্রকাশ করেন বিশ্বের এই তৃতীয় শীর্ষ ধনী।
বৈঠকের পর টুইট বার্তায় গৌতম আদানি বলেন, দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা আমার জন্য সম্মানের বিষয়। বাংলাদেশের জন্য তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক ও সাহসী।
তিনি লিখেছেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই ১৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ভারতের যে আদানি শিল্পগোষ্ঠীর সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত, তার কর্ণধার গৌতম আদানি। ধন-সম্পত্তির বিচারে ভারতের এই শিল্পপতির স্থান এখন স্পেসএক্সের ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের ঠিক পরই।
বিবিসি বলছে, ঝাড়খন্ডে আদানির নির্মাণাধীন গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় পুরো উৎপাদনটাই বাংলাদেশে রপ্তানি করার কথা রয়েছে। এ নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির কথা হয়েছে বৈঠকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০১৫ সালের বাংলাদেশ সফরের সময় হওয়া সমঝোতার ভিত্তিতে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আদানি পাওয়ার।
এর আগে সোমবার দুপুরে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর পর প্রতিবেশী এ দেশ সফরে গেলেন তিনি।
ভারত সফরের প্রথম দিনেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে আঞ্চলিক কানেক্টিভিটি ও সহায়তার নতুন যুগ সৃষ্টির কথা মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হবে তার।