কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ডুবে নিখোঁজ শিশু ফাতেমা খাতুনের মরদেহ ৩ দিন পর ভেসে উঠেছে। ঘটনাস্থল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাজবাড়ীর পাংশা উপজেলার নাতুড়িয়া ঘাটে সোমবার সকালে মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান এসব নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টার ভাসমান মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। তারা ৯৯৯ এ ফোন করে পুলিশে জানায়।
ওসি বলেন, ‘আমরা কুষ্টিয়ার কুমারখালী থানার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ শিশুর পরিবারকে জানাই। তার মামা রাকিবুল ইসলাম এসে মরদেহ শনাক্ত করেন। দুপুরে সেটি তাদের কাছে হস্তান্তর করা হয়।’
গড়াই নদীতে গত শুক্রবার সন্ধ্যায় নৌকাবাইচ চলাকালে অতিরিক্ত যাত্রীবাহী খেয়া নৌকা ডুবে যায়। সব যাত্রীরা নিরাপদে তীরে উঠলেও হারিয়ে যায় ১০ বছরের ফাতেমা।
শহরতলীর বারখাদা প্রাথমিক বিদ্যালেয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত ফাতেমা। যুগিয়া ক্যানাল পাড়ায় তার বাড়ি।
দুর্ঘটনার পর শনি ও রোববার গড়াই নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। মরদেহ না পেয়ে রোববার বিকেলে অভিযান শেষ করে তারা।