নরসিংদী সদরের হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সুজিত সূত্র হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আসামি বর্তমান চেয়ারম্যান ইউসুফ খান পিন্টু ও তার ভাই মনিরুজ্জামান খান সোমবার সকালে আদালতে হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ তাদের কারাগারে পাঠান।
আদালত পরিদর্শক মনির হোসেন দুপুরে এসব নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
মামলার বাদী সুজিত সূত্রধরের ছেলে সুজন সূত্রধর বলেন, ‘জমিজমা নিয়ে আমাদের সঙ্গে চেয়ারম্যান ইউসুফের বিরোধ চলছিল অনেক দিন। আমার বাবা তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
‘এর জের ধরে আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে গত ২২ জুন চেয়ারম্যান ইউসুফের ভাই মনিরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল আমাদের দোকানে এসে হামলা চালায়। আমার বাবাকে ও আমাকে পিটিয়ে-কুপিয়ে পালিয়ে যায়। সে রাতে হাসপাতালে মারা যায় আমার বাবা।’
সুজন জানান, সুস্থ হয়ে দুদিন পর তিনি নরসিংদী মডেল থানায় চেয়ারম্যান ইউসুফসহ ১৬ জনের নামে মামলা করেন।