হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহপুর এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন যশোরের শার্শা উপজেলার রুবেল হোসেন ও একই জেলার ঝিকরগাছা উপজেলার আহাদ আলী। এর মধ্যে রুবেল ট্রাকচালক ও আহাদ হেলপার।
ওসি জানান, সকাল ৮টার দিকে ঢাকামুখী বালুবোঝাই একটি ট্রাক শাহপুর এলাকায় এলে সিলেটমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকামুখী ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
মাঈনুল নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ আহত অপর ট্রাকের হেলপার মাজেদকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।’
তিনি বলেন, ‘মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’