নীলফামারী সদরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে মাসুদ রহমান মাসুম নামে স্থানীয় যুবককে।
সদর থানায় রোববার সকালে মামলা করেন ওই স্কুলছাত্রের চাচা। আসামি এখনও পলাতক।
এসব নিশ্চিত করেছেন থানার ওসি আব্দুর রউপ।
এজাহারের বরাতে তিনি জানান, সদরের টুপামারী ইউনিয়নের ওই কিশোর গত বৃহস্পতিবার সকালে স্কুলে যেতে বের হয়। পথে তাকে ডেকে বাঁশঝাড়ে নিয়ে বলাৎকার করেন মাসুদ। ঘটনা কাউকে না জানাতে হুমকিও দেন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম জানান, ছেলেটির চিকিৎসা চলছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
ওসি আব্দুর রউপ জানান, আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।