বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সাইনবোর্ডের দল নিয়ে বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেবে না’

  •    
  • ৪ সেপ্টেম্বর, ২০২২ ২২:০৩

তথ্যমন্ত্রী বলেন, ‘২০১৮ সালে নির্বাচনের আগেও এ রকম একটা ঐক্য তারা করেছিল। ডান, বাম, অতি ডান, অতি বাম সবাইকে নিয়ে ঐক্য করেছিল। সেই ঐক্যের ফলাফল হচ্ছে বিএনপির পাঁচটি আসন। এখনও নামসর্বস্ব দল নিয়ে তারা যদি আন্দোলন করে সেটিও অতীতে যেমন জনগণ সাড়া দেয়নি, এবারও কোনো সাড়া দেবে না।’

বিএনপি সাইনবোর্ডে থাকা নামসর্বস্ব দল নিয়ে ঐক্য গড়ে আন্দোলনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেছেন, অতীতের মতো এবারও জনগণ এসবে সাড়া দেবে না।

রাজধানীর সিরডাপ মিলানয়তনে রোববার ‘সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ’ নামে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে এখন আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে বিএনপি’ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ সময় বলেন, ‘এসব রাজনৈতিক দলের বাস্তবিক অর্থে কোনো অস্তিত্ব নেই। সাইনবোর্ডেই শুধু অস্তিত্ব। এসব রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপ করেছে। তারা এসব রাজনৈতিক দল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বলে ঘোষণাও দিয়েছে।

‘২০১৮ সালে নির্বাচনের আগেও এ রকম একটা ঐক্য তারা করেছিল। ডান, বাম, অতি ডান, অতি বাম সবাইকে নিয়ে ঐক্য করেছিল। সেই ঐক্যের ফলাফল হচ্ছে বিএনপির পাঁচটি আসন। এখনও নামসর্বস্ব দল নিয়ে তারা যদি আন্দোলন করে সেটিও অতীতে যেমন জনগণ সাড়া দেয়নি, এবারও কোনো সাড়া দেবে না।’

আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় মন্তব্য করেন তিনি।

বলেন, ‘আমরা তাদের আন্দোলনের নমুনা এরই মধ্যে কিছুটা দেখেছি। সেটি হচ্ছে তাদের আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করা, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, সারা দেশে একটি গণ্ডগোল করার অপচেষ্টা চালানো।’

এমন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে সরকার কঠোর হাতে ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।

সেই সঙ্গে আওয়ামী লীগও বিএনপিকে প্রতিহত করবে বলে ঘোষণা দেন তিনি। ড. হাছান বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যেহেতু দেশ পরিচালনা করছে আমাদেরও রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব আছে জনগণের সঙ্গে থাকা এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরাও জনগণকে সঙ্গে নিয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’

নির্বাচনে মাঠ থেকে সরাতে পুলিশ দিয়ে হামলা করছে- বিএনপি এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনের মাঠ থেকে তো কেউ কাউকে সরাতে পারে না। নির্বাচন করবে নির্বাচন কমিশন।’

বিএনপি গত দুটি জাতীয় নির্বাচনে পালিয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘এবার তারা নির্বাচনের ট্রেনের পাদানিতে চড়বে, নাকি ট্রেনে চড়বেন এই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, জনপ্রিয়তা যাচাই করুক।’

নিরপেক্ষ সরকার না দিলে বিএনপি নির্বাচনে যাবে না বলে বিএনপি নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন কখনও সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় কমিশনের অধীনে। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান।’

বিএনপি নারায়ণগঞ্জে কোনো অনুমতি না নিয়ে রাস্তা আটকে সমাবেশ করছিল। নিষেধ করলে পুলিশকে ইটপাটকেল মারতে থাকে। যে কারণে সেখানে সংঘর্ষ হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুর রহমান, সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

এ বিভাগের আরো খবর