বর্ষা মৌসুম শেষ হয়ে শরতেরও তিন সপ্তাহ পেরিয়ে গেছে। এই সময়টিতে সাধারণত নদীর পানিতে টান পড়ে। কিন্তু যমুনা নদীর চিত্রটি ঠিক উল্টো। এই নদীর সিরাজগঞ্জ অংশে হঠাৎ করেই দ্রুত পানি বাড়তে দেখা গেছে।
সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩৬ সেন্টিমিটার বাড়লেও এর আগের দিন ৫২ সেন্টিমিটার পানি বেড়েছে।
রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮৪ মিটার, যা বিপৎসীমার ১ দশমিক ৫১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৩৬ সেন্টিমিটার। অন্যদিকে কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬৫ মিটার। এই পয়েন্টে ২৪ ঘণ্টায় ২৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৬০ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত শনিবার এই পয়েন্টে ৪২ সেন্টিমিটার পানি বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট যমুনায় পানি বাড়তে শুরু করেছে। আরও ৮-১০ দিন পানি বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।
এর আগে গত জুনের শুরু থেকে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে।
দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে। পরে ৩ জুলাই থেকে পানি কমতে থাকে। ২৩ জুলাই তৃতীয় দফায় পানি বৃদ্ধি ও ৬ আগস্ট থেকে কমতে থাকে।
২৫ দিন পর ৩১ আগস্ট থেকে আবারও হঠাৎ পানি বাড়ছে যমুনায়।