আইনি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা বৃদ্ধিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘এটি কাতারের সঙ্গে আইনগত সহায়তা চুক্তি। এর মানে এই নয় যে, আসামি বিনিময় হবে। এটা হলো- ওদের লিগ্যাল সিস্টেমটা কেমন আছে, কীভাবে অপারেট করে, ওদের শাস্তি দেয়ার ব্যবস্থা কেমন, ওদের জেলা বা এগুলো কীভাবে চলে?
‘তাদের সঙ্গে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের একটা চুক্তি হবে। চুক্তি হলে বাংলাদেশ ও কাতারের মধ্যে যে আইনি ক্ষেত্রেগুলো আছে, সেখানে সহযোগিতা করা যাবে। আইনি ক্ষেত্রে ওদের যে প্রতিষ্ঠানগুলো আছে, এদের সাথে একটি এমওইউ (সমঝোতা স্মারক) হয়ে তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম (বিনিময় কর্মসূচি) করতে পারবে। এখান থেকে লোক ওখানে যেতে পারবে। ওদের কর্মকর্তারা এখানে আসতে পারবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার যদি মনে করে সে ক্ষেত্রে বারের সাথেও যোগাযোগ করতে পারবে। ওদের বার কীভাবে চলে, আমাদের বার কীভাবে চলে। উভয় দেশ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করতে পারবে।’