রাজধানীর শ্যামপুর ধোলাইপাড় এলাকায় খুনের শিকার হয়েছে নয়ন ইসলাম নামে এক স্কুলছাত্র। ১৭ বছর বয়সী নয়নকে কারা এবং কেন ছুরিকাঘাতে হত্যা করেছে, সে ব্যাপারে ধারণা দিতে পারেননি স্বজনরা।
রোববার বেলা আড়াইটার দিকে ধোলাইপাড় বালুর মাঠ এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
স্বজনরা জানান, দুপুরে নয়নকে কয়েকজন ছুরিকাঘাত করে বালুর মাঠে ফেলে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়নের বাবা কামরুল ইসলাম একটি টেইলার্সে কাটিং মাস্টার হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘আমি এই এলাকায় নতুন এসেছি। বাসা ধোলাইপাড় মুন্সিবাড়িতে। ছেলে নয়ন পড়ছিল আর কে চৌধুরী স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে।
‘দুপুরে নয়নকে কয়েকজন ছুরিকাঘাত করেছে জানতে পেরে বালুর মাঠে যাই। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি।’
নয়নদের বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানার ঝাজর গ্রামে। তিন ভাইয়ের মধ্যে নয়ন বড়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম নিউজবাংলাকে বলেন, ‘কারা নয়নকে হত্যা করেছে তাদের আমরা চিহ্নিত করতে পারিনি। এ ঘটনায় তদন্ত চলছে। আশা করছি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পারবো। মামলা প্রক্রিয়াধীন।’