স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোটের নতুন তারিখ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমানের সই করা একটি চিঠি ঝিনাইদহ পৌরসভার রিটার্নিং কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী ঝিনাইদহ পৌরসভায় ভোট হওয়ার কথা ছিল ১৫ জুন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলার অভিযোগে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিল করে সাংবিধানিক সংস্থা ইসি। পরে সেই আদেশ হাইকোর্ট স্থগিত করায় ক্ষমতাসীন দলের প্রার্থী তার প্রার্থিতা ফিরে পান।
এরপর ভোটের তিন দিন আগে সেখানে নির্বাচন স্থগিত করে ইসি।
সুষ্ঠু নির্বাচনের জন্য এবার বেশ কিছু নির্দেশনা দিয়েছে ইসি। আগের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বহাল থাকবেন এবারও। প্রতি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলকে প্রাধান্য দিতে হবে।
নির্বাচনি এলাকায় ভোটের দুদিন আগে থেকে ভোটের পরদিন পর্যন্ত ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনাও দিয়েছে ইসি।
নির্বাচনি এলাকায় ভোটের দুদিন আগে থেকে ভোটের পরদিন পর্যন্ত মোতায়েন থাকবে বিজিবির পাঁচ প্লাটুন সদস্য।
ঝিনাইদহ পৌরসভায় গত ২ জুন নৌকার প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে গত ১৮ মে তার সমর্থকরা প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় প্রচারে হামলা করে বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ইসি আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়ার পর খালেক ক্ষমা চান। তবে তার পরও খালেকের সমর্থকরা প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা চালান। শেষ পর্যন্ত তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।