নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় তার ভাই ও পুলিশের মামলায় এলাকাছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। কারও কারও বাড়িতে তালা ঝুলতেও দেখা গেছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। অনেকে পরিবার নিয়েই অন্যত্র আত্মগোপন করেছেন। মামলায় অভিযুক্তের তালিকায় নাম থাকা নেতাদের বেশির ভাগের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
এই পরিস্থিতি নিয়ে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, ‘বিএনপির হাজারো নেতাকর্মীর নামে মামলা হয়েছে। পুলিশের হয়রানিতে আমরা বাড়িঘরে থাকতে পারছি না। আমরা বলতে চাই, হামলা, মামলা ও হয়রানি করে আমাদের থামানো যাবে না।’
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নারায়ণগঞ্জে গণগ্রেপ্তার শুরু হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমাদের অনেক নেতাকর্মী হয়রানির ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। রাতে তাদের বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। আমাদের দাবি হলো- নেতাকর্মীদের হয়রানি করা বন্ধ হোক।’
নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান জানান, দুটি মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে শনিবার কাউকে গ্রেপ্তার করা হয়নি।