সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার রানাপিং এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কে শনিবার সকাল ১০টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার চারখাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ৫৫ বছরের লুৎফুর রহমান, তার স্ত্রী জেলি বেগম ও ইউনুস মিয়া। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, ‘বিয়ানীবাজার থেকে একটি অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। উপজেলার রানাপিং এলাকায় এলে সিলেট থেকে আসা জকিগঞ্জগামী একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। দুটি বাহনই সড়কের নিচে উল্টে পড়ে।
‘এতে অটোর তিন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহও হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।’