বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতে প্রাইভেট কার ধাক্কায় চবি শিক্ষক নিহত

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৫

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিকট একটা আওয়াজ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি, স্যার রাস্তায় পড়ে আছেন। উনি যেখানে পড়েছিলেন, সেখান থেকে ২০ থেকে ৩০ হাত দূরে তার বাইকটি পড়ে ছিল।’

প্রাইভেট কারের ধাক্কায় বাইক আরোহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ড. আফতাব হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ‘১ নম্বর গেটের কাছে একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে মেরে দিছে, সেই মোটরসাইকেলে অফতাব হোসেন ছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই প্রাইভেট কার ও চালককে আটক করে হাটহাজারী থানায় নিয়ে গেছে পুলিশ।’

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুনায়েদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা বিকট একটা আওয়াজ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি, স্যার রাস্তায় পড়ে আছেন। উনি যেখানে পড়ে ছিলেন, সেখান থেকে ২০-৩০ হাত দূরে তার বাইকটি পড়ে ছিল।’

‘তিনি বাইক নিয়ে হাটহাজারী রাস্তার ওই দিক (বিপরীত দিক) থেকে ক্যাম্পাসে (১ নম্বর) ঢুকছিলেন। এ সময় দ্রুত গতির একটি প্রাইভেট কার বাইকটিকে ধাক্কা মারে। আমরা গুরুতর আহত অবস্থায় প্রথমে নিকটস্থ গ্রিন হেলথ হাসপাতালে নিয়ে যাই। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিভাগের আরো খবর