ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে গায়ে আগুন দিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার।
দগ্ধ অবস্থায় শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দগ্ধ হয়ে ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্তারিত তদন্তে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার রাতেই।
মৃত নারীর নাম নাসিমা বেগম। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের নওগাঁও কায়েত গ্রামের জয়নাল আলীর দ্বিতীয় স্ত্রী।
কুল্লার ইউপি সদস্য মহিউদ্দিন জয়নালের বরাতে জানান, দুই পক্ষেরই এটি দ্বিতীয় বিয়ে। দাম্পত্য নানা বিষয়ে তাদের মধ্যে কলহ চলছিল। শুক্রবার দুপুরে বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নাসিমা। আশপাশের লোকজন গিয়ে তাকে স্থানীয় হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও মৃতের স্বজনদের বরাতে এসআই আশরাফুল নিউজবাংলাকে জানান, ঢাকায় নেয়ার পথে মারা যাওয়ায় পরিবার মরদেহ নিয়ে ধামরাই থানায় আসেন। তারা পুলিশকে জানান, স্বামী-স্ত্রী দুজনেরই আগের সংসারে সন্তান আছে। দ্বিতীয় সংসারে সন্তান হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে ভরণপোষণের বিষয়ে নাসিমার কলহ চলছিল। এসব কিছুর জেরে নাসিমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না জানতে তদন্ত করা হবে বলে জানান এসআই আশরাফুল।