বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নির্বাচনে ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি হারুন আল রশীদ। সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা।
সভাপতি পদে হারুনের প্রতিদ্বন্দ্বী কালের কণ্ঠের নিখিল ভদ্র পেয়েছেন ৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে নাফিজা দৌলা পেয়েছেন ৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মানবজমিনের কাজী সোহাগ পান ৫১ ভোট।
শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংসদ ভবনের এলডি হলে বিপিজেএর ভোটগ্রহণ হয়। সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হয়। তার আগে সকালে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি মসিউর রহমান খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোরের কাজী সাজিদুল হক। ৭৪ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের সিরাজুজ্জামান হেলালা। ৮৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন বণিক বার্তার জেসমিন মলি।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজমল হক হেলাল, সামসুদ্দিন আহমেদ, এমরান হোসেন শেখ, মোহাম্মদ সাইফুল্লাহ ও মিজানুর রহমান।