২৬ বছর পর সম্পন্ন হলো কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।
শুক্রবার দুপুরে সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমিন।
দেবিদ্বার এ বি এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকার এতে সভাপতিত্ব করেন। অধিবেশনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার।
বিকেলে কাউন্সিল অধিবেশনে এ কে এম সফি উদ্দিন সফিককে সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক করে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে হানিফ বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলে বিএনপি যে ভাঙচুর করছে, এর দায়ভার কে নেবে। তারা আন্দোলনের কথা বলে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে আর সরকার কি বসে বসে দেখবে। সরকার ব্যবস্থা নিলে, মামলা দিলে আপনাদের শুরু হয়ে যায় কান্নাকাটি। বিএনপি এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এ বি এম গোলাম মোস্তফা ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
দলীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৬ সালের ২ আগস্ট। ওই সম্মলনে জয়নুল আবেদীনকে সভাপতি ও একেএম মনিরুজ্জামান মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি করা হয়। ওই কমিটির সভাপতি, সহসভাপতি, দপ্তর সম্পাদকসহ ১৪ নেতা এরই মধ্যে মারা গেছেন। দল ত্যাগ কর বিএনপিত যােগ দেন দুই জন।