বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিসিবির ২০০ টন পচা পেঁয়াজ খোলা জায়গায়, জনদুর্ভোগ

  •    
  • ২ সেপ্টেম্বর, ২০২২ ২০:৫৪

ইপিজেড এলাকার বাসিন্দা সাইদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘তিন-চার দিন আগে ডোবায় পেঁয়াজগুলো ফেলা হয়। শুরুতে দুর্গন্ধ কম থাকলেও ধীরে ধীরে বেড়েছে। আশপাশে টেকা যাচ্ছে না দুর্গন্ধে।’

ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) আমদানি করা ২০০ টন পচা পেঁয়াজ ফেলা হয়েছে চট্টগ্রামের ইপিজেড এলাকায়। খোলা জায়গায় ফেলা পচা পেঁয়াজের দুর্গন্ধে ভোগান্তিতে পড়েছে মানুষ।

নগরীর ইপিজেড এলাকার টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের পাশে উন্মুক্ত স্থানে কয়েক দিন আগে ফেলা হয় বিপুল পরিমাণ পচা পেঁয়াজ।

ওই এলাকার বাসিন্দা সাইদুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘তিন-চার দিন আগে ডোবায় পেঁয়াজগুলো ফেলা হয়। শুরুতে দুর্গন্ধ কম থাকলেও ধীরে ধীরে বেড়েছে। আশপাশে টেকা যাচ্ছে না দুর্গন্ধে।’

রাতের মধ্যেই এসব পেঁয়াজ মাটিচাপা দেয়া হবে বলে জানিয়েছেন টিসিবি চট্টগ্রাম অফিসের প্রধান জামাল আহমেদ।

তিনি বলেন, ‘তিন-চার দিন আগে এসব পেঁয়াজ ফেলা হয়েছিল। সেখানে লোকজন কম। তবে রাতের মধ্যেই এগুলো মাটিচাপা দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিংস্টার করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের মাধ্যমে তুরস্ক থেকে টিসিবির জন্য এসব পেঁয়াজ আমদানি করে। আমরা যতটুকু জেনেছি, শিপিংজনিত সমস্যার কারণে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের কাছে ২ হাজার ৮০০ টন আনা হয়েছে, এর মধ্যে ২০০ টনের মতো নষ্ট। এতে আমাদের ক্ষতি নেই, কারণ আমদানিকারকের সঙ্গে আমাদের চুক্তি ছিল, ভালো পেঁয়াজ দিতে হবে। কেবল ভালো পেঁয়াজের জন্য তাদের টাকা দেব।’

এ বিষয়ে কিংস্টার করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর