পিরোজপুরের বেকুটিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
কচা নদীতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনার পর নদীতে অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার সকাল ৭টার দিকে আবারও অভিযান শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ আবদুল্লাহ হিল কাফি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সার্কেল-২-এর সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ভোলার বোরহানউদ্দীন উপজেলার চরটিকিয়া গ্রামে।
জেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রাশেদ নিউজবাংলাকে এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীর বরাতে পিরোজপুর জেলার সহকারী রাজস্ব কর্মকর্তা বিএম আলামিন বলেন, ‘অফিস শেষে সাপ্তাহিক ছুটিতে সাতক্ষীরা থেকে বরিশালে মায়ের কাছে যাচ্ছিলেন কাফি। বেকুটিয়া ফেরিতে ওঠার সময় মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ।’
নিখোঁজ কাফির মা আয়শা বেগম নিউজবাংলাকে বলেন, ‘আমার ছেলের আজ জন্মদিন ছিল। তাই অফিস শেষ করে আমার কাছে বরিশাল আসার কথা ছিল। বিকেলে সাতক্ষীরা থেকে রওনা দিলেও সন্ধ্যার পরপরই আমার ছেলের গাড়ির ড্রাইভার আমাকে কল দিয়ে বলে আমার ছেলে আব্দুল্লাহ পানিতে পড়ে ডুবে গেছে। আমি সঙ্গে সঙ্গেই পিরোজপুর বেকুটিয়া ঘাটে চলে আসছি। এখনও আমার মানিককে (ছেলে) খুঁজে পাওয়া যায়নি।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা রাশেদ বলেন, ‘রাতে নদীতে তীব্র স্রোত থাকায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দ্রুত নিখোঁজ হয়েছেন। আমরা তাকে উদ্ধারের চেষ্টায় রাত ১টা পর্যন্ত অভিযান করেছি। পরে সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়। আমাদের উদ্ধারকাজে ইতোমধ্যে বরিশালের একটি টিমও যোগ দিয়েছে।’