মাদক ইয়াবা পাচারে নানামুখী কৌশলে এবার যোগ হয়েছে কনডম। তাও আবার পর্যটকের বেশে। টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কনডমে করে ঢাকার উদ্দেশে পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের হোটেল মোটেল জোনে ‘স্বপ্ন বিলাস’ নামের আবাসিক হোটেলের ৬ তলার ৬০৩ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
ইয়াবাগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় সংগ্রহ করে রাত ৯টায় ঢাকার উদ্দেশে পাচারকারীদের রওনা দেয়ার কথা ছিল। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ একই পরিবারের সদস্য।
আটকৃতরা হলেন- ইসমাইল হোসেন, তার স্ত্রী ফারজানা আকতার, শাশুড়ি হোসনে আরা ও ইসমাইলের শ্যালিকা ছাবিনা আকতার। তারা গাজীপুর জেলার বাসিন্দা।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ ওই চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বিশেষ কায়দায় কনডমে ভরে ইয়াবা পাচার করে আসছে।’
আটককৃতদের পরবর্তী পদক্ষেপ শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।