বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শনিবার, চা বাগানগুলোতে প্রস্তুতি

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:২৬

পাত্রখোলা চা বাগানের দলই ক্লাব থেকে মূল ভিডিও কনফারেন্সটি প্রচার হবে। অন্য চা বাগানে প্রজেক্টরের মাধ্যমে পুরো অনুষ্ঠান দেখানো হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান থেকে শ্রমিকরা শনিবার বেলা ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

উপজেলার মাধবপুর ইউনিয়নে ন্যাশনাল টি কোম্পানির পাত্রখোলা চা বাগানে অন্য বাগানের শ্রমিক প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দুপুরে চা শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে জানান।

অনুষ্ঠানটি সফল করতে প্রশাসনের কর্মকর্তারা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, পাত্রখোলা চা বাগানের দলই ক্লাব থেকে মূল ভিডিও কনফারেন্সটি প্রচার হবে। অন্য চা বাগানে প্রজেক্টরে পুরো অনুষ্ঠানটি দেখানো হবে।

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণের পর তাদের খোঁজখবর নিতে এই বৈঠকের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

এর আগে বেতন বাড়ানোর দাবিতে টানা ১৯ দিন আন্দোলন করেন দেশের সব চা বাগানের শ্রমিকরা। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ২৭ আগস্ট মালিকদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাগানে কাজে ফেরেন চা শ্রমিকরা।

আন্দোলনের শুরু থেকেই চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

এ বিভাগের আরো খবর