সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে এমনিতেই গাড়ির চাপ, এর মধ্যে আবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শোভাযাত্রাকে ঘিরে কয়েক ঘণ্টা ধরে বন্ধ ব্যস্ত একটি সড়ক। এর প্রভাবে আশপাশে তো বটেই, রাজধানীর একটি বড় অংশে তৈরি হয় যানজট।
বৃহস্পতিবার কর্মদিবসে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। এই আয়োজন ঘিরে দুপুর থেকেই নয়াপল্টনে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। পরে বেলা ৩টার দিকে নেতাকর্মীদের মিছিল যায় জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত।
নেতাকর্মীদের এমন উপস্থিতিতে বন্ধ হয়ে যায় বিএনপি নয়াপল্টনের আশপাশের সড়কগুলো। ফলে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ।
গত ১৭ আগস্ট কর্মদিবসে আওয়ামী লীগের এমন একটি কর্মসূচিতে সড়ক বন্ধ রেখে কয়েক ঘণ্টা নেতাকর্মীরা মিছিল করায় ব্যাপক দুর্ভোগ হয়েছিল।
জাতীয় নির্বাচনের দেড় বছর আগেই নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। রাজপথে বাড়ছে কর্মসূচি। আর বেশির ভাগ ক্ষেত্রেই কর্মসূচিগুলো পালিত হচ্ছে কর্মদিবসে সড়ক বন্ধ রেখে।
বড় ধরনের কর্মসূচিগুলো ছুটির দিনে করা যায় কি না, এ নিয়ে চিন্তাভাবনা করার দাবি করছেন নগরবাসী। তবে এ নিয়ে দলগুলোর মধ্যে কোনো ভাবান্তর দেখা যাচ্ছে না।
বিএনপির এক কর্মসূচি ঘিরে বেলা ২টার আগেই নয়াপল্টনে বিএনপি কার্যালয় সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেককে হেঁটে গন্তব্য যেতে দেখা গেছে।
মোহাম্মদ একরামুল হক মুন্সীগঞ্জ থেকে ডাক্তার দেখাতে এসেছেন ঢাকায়। নামেন গুলিস্তানে, যাচ্ছিলেন মিরপুর।
সে সময় বিএনপির মিছিল চলছিল। ফলে বাস বন্ধ। তখন পল্টল থেকে মিরপুরের দিকে রওনা হন হেঁটেই।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমার তো যেতেই হবে। কী আর করা। তারা তাদের কাজ করবেই। আমাদের সাধারণ মানুষদের ভোগান্তিতে তাদের কী যায় আসে।
বিএনপির শোভাযাত্রার কারণে রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার দুপুরে কয়েক ঘণ্টা বন্ধ থাকে সড়ক। ছবি: নিউজবাংলা
এই মিছিলের আগে নয়াপল্টনে সমাবেশও করে বিএনপি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘আজকে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।’
পরে মিছিল উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ মিছিলের মধ্য দিয়ে বিএনপি দেশবাসীকে জানিয়ে দেবে বিএনপি এখন দেশের সবচেয়ে বড় দল।’
মিছিলে বিএনপির নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো কেন, সরকার জবাব চাই’, ‘নারায়ণগঞ্জে গুলি কেন, সরকার জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দেন।
মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানও এতে অংশ নেন।
মিছিলে বিএনপির নেতাকর্মীরা দলটির নির্বাচনি প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে আসেন। একটি হাতি নিয়ে আসেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ঘোড়ার গাড়ি নিয়ে আসেন জাতীয়তাবাদী মুক্তি প্রজন্মের নেতাকর্মীরা।
বিএনপির দুই দিনের কর্মসূচি
মিছিলের আগে দেয়া বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন প্রধানের নিহতের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।
শুক্রবার জুমার নামাজের পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা ও শনিবার সারা দেশে প্রতিবাদ সভা হবে বলে জানান তিনি।