এক টাকা মজুরি বৃদ্ধির দাবিতে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
পাথর লোড-আনলোডে সিএফটিপ্রতি এক টাকা মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন বন্দরের লোড-আনলোড শ্রমিকরা।
শ্রমিকরা জানান, নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড কাজে যুক্ত আছেন সাত শতাধিক শ্রমিক। এই শ্রমিকরা ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য গাড়িতে ওঠানো-নামানোর কাজ করে থাকেন। দৈনিক হাজিরায় কাজ করা এই শ্রমিকরা প্রতি সিএফটি পাথর ওঠাতে-নামাতে মজুরি পান সিএফটিপ্রতি ৩ টাকা।
দুপুর ১টার দিকে নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন মিয়ার নেতৃত্বে বন্দরে মানববন্ধন করেন শ্রমিকরা।
কর্মসূচিতে আলম মিয়া বলেন, ‘সম্প্রতি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বাড়েনি নাকুগাঁওয়ে কর্মরত লোড-আনলোড শ্রমিকদের শ্রমের মূল্য। বেশ কিছুদিন ধরে দফায় দফায় পত্র চালাচালির পর মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেও এর সুরাহা মেলেনি।
‘সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত মালিক সমিতি সময় নেয়। ওই সময়ও পার হয়ে গেছে। শ্রমিকদের দাবি, প্রতি সিএফটি পাথর লোড করতে যেখানে ৩ টাকা করে দেয়া হয়, সেখানে এক টাকা বাড়িয়ে ৪ টাকা দেয়া হোক।’
তিনি জানান, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় এক টাকা মজুরি বৃদ্ধি করে ৪ টাকা করার দাবিতে গত মাসে তিন দিনের কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন তারা।