বাংলাদেশের সীমান্তে মর্টার শেল নিক্ষেপের বিষয়টি নিয়ে মিয়ানমারকে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বৃহস্পতিবার শোকসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমাদের এখানে পড়েছে অ্যাশস্ট্রে। হঠাৎ করে চলে এসেছে। এ নিয়ে আমরা তাদের সঙ্গে আলাপ, জিজ্ঞাসা করেছি। তারা আগামীতে আরও সতর্ক হবেন।’
গত রোববার দুপুরের পরপর বান্দরবানের তমব্রু সীমান্তে দুটি মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়, তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
মিয়ানমারের ছোড়া এসব মর্টার শেল বাংলাদেশে পড়ার ঘটনায় কড়া জবাব দিয়েছে ঢাকা। মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে নোট ভার্বালের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ ও জাপান দূতাবাস আজ যৌথভাবে শোকসভার আয়োজন করে।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি ভারত সফরে যাবেন। এ ব্যাপারে সব সময় আমরা একটা ইভেন্ট করি। আমরা আপনাদের জানাব।’
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, ‘উনি বাংলাদেশের বন্ধু; জাপানের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী। আমাদের সঙ্গে ওনার সম্পর্কটা গভীর ছিল।
‘ওনার সরকারের সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিন-তিনবার রাষ্ট্রীয় সফরে গেছেন। উনিও আমাদের দেশে এসেছেন।’
মন্ত্রী বলেন, ‘২০১৪ সালে জাপান আর বাংলাদেশের অংশীদারত্ব জোরদার হয়। আজকে এখানে মেট্রোরেল দেখছেন; জাপানের সহায়তায় সম্ভব হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, তখন শিনজো আবের সঙ্গে আলোচনা করে একটি বড় রকমের অনুদান নিয়ে আসেন; প্রায় ছয় বিলিয়ন ডলার।
‘আমরা ওনার বন্ধু। ওনার বিভিন্ন কাজে সহায়তা করেছি। বন্ধুভাবাপন্ন বৈশ্বিক নেতা ছিলেন।’
শোকসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এতে বিশেষ অতিথি ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।