বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলে ছুটি দিয়ে আওয়ামী লীগের সভা

  •    
  • ৩১ আগস্ট, ২০২২ ২১:০১

কয়েক দিন আগেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি। ‘তাছাড়া বিদ্যালয়ের দুটি ভবন এমপি মমতাজ বেগমের মাধ্যমে হয়েছে। এখন এমপি মহোদয় যদি বিদ্যালয় পরিদর্শন করতে আসেন বা অনুষ্ঠান করেন, তাহলে আমি কী করব: প্রধান শিক্ষক

মানিকগঞ্জে আওয়ামী লীগের একটি কর্মসূচির কারণে স্কুলে আধা বেলা ক্লাস না নিয়ে ছুটি দেয়া হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মঞ্চ বানিয়ে অবস্থান নেয়ায় বিকেলের খেলাধুলা থেকেও বঞ্চিত হতে হয়েছে শিক্ষার্থীদের।

বুধবার বিকেলে হরিরামপুরে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শোক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে কর্মসূচি শুরু হয় আরও পরে। কিন্তু স্কুলে ছুটি দেয়া হয় দুপুরে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রউফসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

১৯৮৯ সালে উপজেলার বাল্লা ইউনিয়নের ভাদিয়াখোলা এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনার রশিদ খান মুন্নু। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।

স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘অনুষ্ঠানের জন্য বেলা একটায় শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়েছে।’

তার মতে, আগাম ছুটি দেয়ায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। কারণ জানতে চাইলে বলেন, ‘করোনাকালে তাদের ভালো পড়ানো হয়েছে এবং সঠিক সময়ে তাদের কোর্স শেষ করতে পারব।’

কেন অনুমতি দিতে গেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক দিন আগেই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খাইরুল বশিরের কাছে অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারি।

‘তাছাড়া বিদ্যালয়ের দুটি ভবন এমপি মমতাজ বেগমের মাধ্যমে হয়েছে। এখন এমপি মহোদয় যদি বিদ্যালয় পরিদর্শন করতে আসেন বা অনুষ্ঠান করেন, তাহলে আমি কী করব?’

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খাইরুল বশিরের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

অনুষ্ঠানের আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু দাবি করেন, তারা স্কুল ছুটির পর অনুষ্ঠান করেছেন।

তিনি বলেন, ‘বিকেল ৪টায় স্কুল ছুটির পর ৫টার দিকে অনুষ্ঠান করা হবে, যাতে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে আবার অনুষ্ঠানে আসতে পারে। কারণ, স্কুল চলাকালে কোনো অনুষ্ঠান করা যাবে না। এ জন্য আমরা স্কুল ছুটির পর অনুষ্ঠান করব। নিয়মের বাইরে আমরা কোনো কাজ করব না।’

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘কেন আগে ছুটি দেয়া হলো সেটা আমার জানা নাই। তবে ছুটি দেয়ার কোনো সুযোগ নাই।’

তিনি বলেন, ‘বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলছি। তিনি খবর নিয়ে আমাকে জানাবেন। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে।’

এ বিভাগের আরো খবর