রাজধানীর চন্দ্রিমা উদ্যানে কার কবর আছে তার বিজ্ঞানভিত্তিক তদন্ত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
জাতীয় জাদুঘরে বুধবার জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কথিত আছে যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। সেখানে জিয়া নাকি অন্য কোনো মানুষ বা প্রাণীকে কবর দেয়া হয়েছে, তা নিয়ে সবার মাঝে সংশয় আছে। ‘খালেদা জিয়ার কাছে আমার প্রশ্ন- আপনি স্বামীর কবর ভেবে কার প্রতি শ্রদ্ধা জানান? সেখানে কি জিয়ার মৃতদেহ রয়েছে নাকি পরপুরুষের? এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক তদন্ত হওয়া জরুরি। আর খালেদা জিয়াকে এ কমিটির প্রধান করা যেতে পারে। আমরা এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করব।’
কে এম খালিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর তত্ত্বাবধানে এবং জিয়াউর রহমানের প্রত্যক্ষ ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু জানতে পেরেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু তিনি স্বপ্নেও ভাবতে পারেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হচ্ছে। আশা করি কমিশন কাজ শুরু করলে জিয়াউর রহমান, আ স ম আবদুর রব, কর্নেল তাহের, কবি আল মাহমুদসহ যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল বা এর ক্ষেত্র প্রস্তুত করেছিল তাদের মুখোশ জাতির সামনে উন্মোচিত হবে।’