চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে।
সোহরাওয়ার্দী হলে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
ওই নেতার নাম জুনায়েদ হোসেন। তিনি শাখা ছাত্রলীগের উপমুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও বিজয় গ্রুপের সদস্য। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে কে বা কারা জুনায়েদকে মারধর করেছে তা নিশ্চিত করে বলতে পারেননি বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।
ইলিয়াস নিউজবাংলাকে বলেন, ‘জুনায়েদ সোহরাওয়ার্দী হলের ক্যান্টিনে খেতে গেলে তার ওপর অতর্কিতে হামলা চালানো হয়। কারা আক্রমণ করেছে, সেটা আমি জানি না, সেটা তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুঁজে বের করে ব্যবস্থা নেবে।
‘জুনায়েদের জ্ঞান ফেরেনি, তার জ্ঞান ফিরলে সে-ই বলতে পারবে কারা তার ওপর আক্রমণ চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হইছে।’
এ বিষয়ে প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ‘বিজয়ের এক ছেলেকে মারধর করে আহত করা হয়েছে। আমাদের সহকারী প্রক্টররা তাকে দেখে এসেছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কারা এ কাজটি করেছে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। মারধরে কারা কারা জড়িত সেটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’